ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্কঃ ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও পৃথিবীর কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। তাই জন্মদিনের দিনটি এলেই তাঁকে স্মরণে ভাসে ফুটবল বিশ্ব।
এই বছরও ব্যতিক্রম হয়নি। ভক্তরা যেমন নানা উপায়ে প্রিয় নায়কের জন্মদিন পালন করছেন, তেমনি ম্যারাডোনাকে অনন্যভাবে স্মরণ করেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় অবদান রাখা এই মহাতারকাকে শ্রদ্ধা জানাতে তারা প্রকাশ করেছে বিশেষ এক স্মারক রৌপ্য মুদ্রা।
মুদ্রাটিতে ফুটে উঠেছে ম্যারাডোনার সবচেয়ে বিখ্যাত মুহূর্ত। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’। মাঝমাঠ থেকে বল নিয়ে একে একে পাঁচ প্রতিপক্ষকে ড্রিবল করে গোল করেছিলেন তিনি; সেই মুহূর্তই জায়গা পেয়েছে মুদ্রার এক পৃষ্ঠে। আগামী বছর গোলটির ৪০ বছর পূর্তি হবে, তাই এই মুদ্রা প্রকাশকে আর্জেন্টিনা দেখছে এক ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে।
আরও পড়ুনঅন্য পৃষ্ঠে ফুটবলের প্রতীকী চিত্র আঁকা হয়েছে, যা ফুটবলের প্রতি আর্জেন্টাইনদের অগাধ ভালোবাসা ও আবেগকে প্রতিনিধিত্ব করে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষায়, ‘এই মুদ্রা ফুটবলে আর্জেন্টিনার প্রতিভা, গর্ব ও আত্মার প্রতীক।’
মোট ২ হাজার ৫০০টি সীমিত সংস্করণের মুদ্রা তৈরি করা হয়েছে। ৯২৫ খাঁটি রৌপ্য দিয়ে তৈরি প্রতিটি মুদ্রার ওজন ২৭ গ্রাম, ব্যাস ৪০ মিলিমিটার, এবং মূল্য ১০ মার্কিন ডলার।
মন্তব্য করুন










