বগুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ মনজুর আলম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডিবি পুলিশ সদরের ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি দল বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা মারিয়া সততা ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি মনজুর আলমকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনসে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছোট ঢেশমা ফকিরপাড়ার মৃত জামাল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন










