বগুড়ার গাবতলীতে মাদক সেবনে নিষেধ করায় যুবককে মারপিট
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌর এলাকার গোড়দহ গ্রামে মাদক সেবন করতে নিষেধ করায় এক যুবককে মারপিট করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত সোমবার সন্ধ্যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোড়দহ উত্তরপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে স্বপন প্রামানিকের মুরগির খামারে স্থানীয় কিছু যুবক প্রায়ই মাদক সেবন করত। গত সোমবার সন্ধ্যায় ওই যুবকেরা আবার খামারে গিয়ে মাদক সেবনের চেষ্টা করলে স্বপন প্রামানিক বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে রামদা দিয়ে আঘাত করে। এতে তার বাম হাতের একটি আঙুল কেটে রক্তাক্ত জখম হন।
আরও পড়ুনপরে স্থানীয়রা আহত স্বপনকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় স্বপন প্রামানিক একই গ্রামের আমজাদ হোসেন পাইকারের ছেলে লিমন পাইকার ও পুতুল সরকারের ছেলে মোহন সরকারকে অভিযুক্ত করে ঘটনার দিন রাতে গত ২৭ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করে।
মন্তব্য করুন










