বগুড়া দ্বিতীয় বাইপাসে সওজ‘র জমিতে দোকান নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার: বগুড়ার দ্বিতীয় বাইপাসের পূর্ব ও পশ্চিমপাশে সরকারি হুকুম দখলকৃত জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ছাড়াও বাইপাস সংলগ্ন জমি কিনে বাইরের লোকজনও দখল প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এই দখল প্রক্রিয়া বর্তমানে আরও বেশি হয়েছে। এরই প্রেক্ষিতে বগুড়া সদরের রবিবাড়িয়া মৌজার দ্বিতীয় বাই সংলগ্ন সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের তিনটি দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
জেলা প্রশাসক, পৌরসভার এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে বগুড়া শহরের সূত্রাপুরের মৃত. ইফতেখারুল ইসলামের মেয়ে ইসরাত জেবিন কিছুদিন আগে ৬ শতক জমি কেনেন। তিনি ৬ শতক জমি ক্রয় করলেও সরকারি হুকুম দখলকৃতজমিসহ প্রায় ১০ শতক জমি আর সিসি পিলার দিয়ে বাইন্ডারী ওয়াল নির্মাণ করে তাতে পাকা দোকান ঘর নির্মাণ করছে।
স্থানীয় লোকজন তাকে হুকুম দখলকৃত জমি দখল না করতে বললে তিনি গালি গালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে সড়ক ও জনপথের জমি দখল করায় ওই জমির উপর দিয়ে যাওয়া ড্রেন বন্ধ হয়ে গেছে ফলে এলাকাবাসীর পানি নিস্কাসনে সমস্যা হচ্ছে। এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদ করার দাবি জানান।
আরও পড়ুনএব্যাপারে সড়ক ও জনপথ বগুড়ার উপ বিভাগীয় প্রকৌশলী শেখ রুহুল আজম জানান, কেউ যদি সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তবে তা ভেঙ্গে দেওয়া হবে। অচিরেই তাদেরকে নোটিশ করে ভেঙ্গে দেওয়া হবে। সড়ক ওজনপথ বিভাগের পক্ষ থেকে ওই স্থানে রেঅক পাঠানো হয়েছিলো। এব্যাপরে ইসরাত জেবিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
মন্তব্য করুন










