ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সাভারের শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিক সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে শ্রীলঙ্কার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে তার সহকর্মী ও বন্ধুরা তাকে মোবাইলে একাধিকবার ফোন করেন। তিনি ফোনটি রিসিভ না করার কারণে সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে গিয়ে তারা দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ সুরতহাল করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে এ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি

টিসিবি’র পণ্য ক্রয় করতে বাড়তি খরচ হচ্ছে চরাঞ্চলবাসীদের

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন