রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে এক্সক্লুসিভ সুবিধা
রবি এলিট প্রোগ্রাম-এর আওতায় চারটি নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি, যা তাদের গ্রাহকদের অত্যাধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস বাংলাদেশ ও যান্ত্রিক-এর সাথে সম্প্রতি গড়ে উঠা এই অংশীদারিত্বের আওতায় এখন থেকে আতিথেয়তা, স্বাস্থ্যসেবা ও পরিবহণ সংক্রান্ত সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা।
চুক্তির আওতায় এখন থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ও বিনোদন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ-এর প্রিমিয়াম সেবা উপভোগে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। সেরা মানের অবকাশ ও জীবনযাত্রা প্রদানে উভয় কোম্পানির প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।
শীর্ষস্থানীয় জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাম্বুফাস্ট-এর নির্ধারিত সেবায় সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়সহ বিশেষ জরুরি সেবা গ্রহণ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। প্রিমিয়াম গ্রাহকরা যেন যে কোনো জরুরি মুহূর্তে দ্রুত, নির্ভরযোগ্য ও পেশাদার সহায়তা পান এজন্য পদক্ষেপটি গ্রহণ করেছে রবি।
ডিজিটাল হেলথকেয়ার উদ্ভাবনের অগ্রদূত লাইফপ্লাস বাংলাদেশ-এর স্বাস্থ্য ও সুস্থতা সেবা গ্রহণে রয়েছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। রবির প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও বেগবান করবে এই উদ্যোগ, যাতে সহজে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ ও ওয়েলনেস ম্যানেজমেন্ট সেবা পান গ্রাহকরা।
আরও পড়ুনবাংলাদেশের শীর্ষ ডিজিটাল অটোমোটিভ প্ল্যাটফর্ম যান্ত্রিক-এর কাছ থেকে যানবাহন সার্ভিসিং ও মেইনটেনেন্সে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। তাদের প্রতিটি যাত্রাকে আরও নিরাপদ, সুবিধাজনক ও প্রিমিয়াম করে তুলবে এই ডিজিটাল মবিলিটি সল্যুশন, ডায়াগনস্টিকস ও সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট সুবিধা।
গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি প্রযুক্তি, আস্থা এবং প্রত্যেক গ্রাহকের প্রয়োজন ও চাহিদার সমন্বয়ে একটি অত্যাধুনিক জীবনযাত্রার আবহ গঠনে রবির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই চারটি অংশীদারিত্ব।
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
মন্তব্য করুন










