পাবনার ভাঙ্গুড়ায় বাল্যকালে বাবা-মা হারা দরিদ্র দুই ভাইবোন অথৈ সাগরে
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী ও মা আজিমা খাতুনকে হারিয়ে অথৈ সাগরে পড়েছে দুই শিশু। নিরুপায় হয়ে ৯ বছর বয়সী মরিয়ম খাতুন ছোট ভাইকে নিয়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছে।
ঘটনার খোঁজ নিয়ে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে (স্ট্রোক) মারা যান মরিয়মের বাবা ওয়াজেদ আলী(৩০)। আর কয়েকদিন আগে মারা যান একমাত্র সহায় মা আজিমা খাতুন(২৫)। ফলে বাবা-মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের দুই এতিম শিশু সন্তান।
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে মরিয়ম আর ৬ বছর বয়সী ছোট ভাই ইসমাইল হোসেন প্রাক-প্রাথমিক বিভাগে ভর্তি হয়েছে। মরিয়ম এখন তার ছোট ভাইয়ের খাওয়া-দাওয়া, লেখাপড়া ও রাতের ঘুম পর্যন্ত সবকিছুই দেখাশোনা করছে।
আরও পড়ুনমাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির জানান, শিশু দু’জনের বাবা পাঁচ বছর আগে মারা যান। বিধবা মা অত্যন্ত কষ্টে সন্তানদের লালন-পালন করছিলেন। সম্প্রতি ২২দিন আগে তাদের মা মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা যাওয়ায় দুই শিশু এতিম হয়ে পড়েছে। তবুও মরিয়ম ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে পড়াশোনা ও সংসার দু’টোরই হাল ধরে রেখেছে।
মরিয়মের প্রতিবেশী চাচা হোসেন আলী বলেন, পাড়ার সবাই মিলে তাদের দেখভাল করছে। তবে তাদের ঘরের পরিস্থিতি খুবই খারাপ, জমি জমা কিছুই নেই। তাই বাচ্চাদের ভবিষ্যত নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই তিনি এলাকার বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন করেন।
মন্তব্য করুন










