ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নওগাঁর রাণীনগরের পাখিপল্লী পর্যটন এলাকায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার

নওগাঁর রাণীনগরের পাখিপল্লী পর্যটন এলাকায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পর্যটন এলাকাগুলোর মধ্যে অন্যতম রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী। বিলের প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলতান ও সবুজ পরিবেশ ঘিরে গড়ে উঠছে নতুন সম্ভাবনার দুয়ার। ইতোমধ্যেই দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে পাখি পল্লীখ্যাত এই পর্যটন এলাকা। 

এদিকে পর্যটন এলাকাকে আরো আধুনিকায়ন করে পর্যটকবান্ধব করার পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিজস্ব উদ্যোগে উপজেলা প্রশাসন রক্তদহ বিলের সংযোগখাল রতনডারার উপর নির্মাণ করতে যাচ্ছে আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ।

এছাড়া পর্যবেক্ষণ টাওয়ার থেকে পুরো রক্তদহ বিলের মনোরম দৃশ্য, হরেক রকমের পাখি ও পুরো পর্যটন এলাকাকে এক পলকে দেখতে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসক। 

ঢাকা থেকে আগত পর্যটক আজিজুল ইসলাম জানান, মিডিয়ার মাধ্যমে এই পর্যটন এলাকা সম্পর্কে জেনেছেন। তাই রক্তদহ বিলের সৌন্দর্য দেখতে পরিবারসহ এসেছেন এখানে। দর্শনার্থীদের জন্য নির্মিত আধুনিক পর্যবেক্ষণ টাওয়ার এলাকায় নতুন মাত্রা যোগ করবে। এতে পর্যটকরা বিলের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, রক্তদহ বিল শুধু একটি জলাশয় নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশের অমূল্য সম্পদ। পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হলে পর্যটক ও বিভিন্ন পর্যায়ের গবেষকদের জন্য এলাকাটি একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। 

জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল বলেন, ইতোমধ্যেই রক্তদহ বিল পর্যটন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। নতুন সংযোজন হিসেবে পাখি পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতে ও আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

এছাড়া পর্যায়ক্রমে পর্যটক সেবা কেন্দ্র, বিশ্রামাগার ও সৌন্দর্য বর্ধনমূলক অন্যান্য প্রকল্পও বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রক্তদহ বিল একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে বিনির্মাণ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে ড্যাফোডিল ইন্টা: ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন

নওগাঁর রাণীনগরের পাখিপল্লী পর্যটন এলাকায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার