নবম পে-কমিশনের নিকট প্রায় হাজার কোটি টাকার তহবিল প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি : অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক আর্থিক সহায়তা ও আন্তর্জাতিক মানের গবেষণাকে উৎসাহিত করতে প্রায় এক হাজার কোটি টাকার প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্রস্তাবনা কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নিয়মিত মাসিক বৃত্তি চালুর পাশাপাশি গবেষণায় অনুদান বৃদ্ধি, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাতে অনুদান কাঠামো পুনর্গঠন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যৌক্তিকভাবে বৃদ্ধির প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবনা কমিটির সদস্যদের মতে, এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং যোগ্য শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে আকৃষ্ট করতেও এটি সহায়ক হবে।
আরও পড়ুনকোষাধ্যক্ষ ও প্রস্তাবনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান ধরে রাখতে আর্থিক স্বচ্ছলতা অপরিহার্য। আমরা এমন একটি বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছি, যা বাস্তবায়িত হলে উচ্চশিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।”
সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব ড. শাফি মো. মোস্তফা এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন









