জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট দূর করবে বড় মানিক সেতু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলা শহর থেকে ২ কিলোমিটার পশ্চিমে বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে নির্মাণ করা হচ্ছে একটি সেতু। সেতুর ওপারে ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের অসংখ্য গ্রাম ভারত সীমান্ত ঘেঁষা। সীমান্তবর্তী এ অঞ্চলের বেশির ভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। একারনে ধান, আলু, আখ ও পাটসহ সব ধরনের ফসলের চাষাবাদ করেন এ অঞ্চলের কৃষকরা।
এতদিন সেতু না থাকায় কৃষকরা জমি থেকেই ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করতেন ফসল। তবে ছোট যমুনার ওপর নির্মিত সেতুই এখন ভাগ্যের পরিবর্তন ঘটাবে বলে আশা করছেন কৃষকরা। দ্রুত সময়ে সেতুর কাজ সম্পন্ন হলে উপজেলার হাটবাজারে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল তারা দ্রুত বিক্রি করতে পারবেন তারা। সেতু নির্মাণের ফলে সীমান্তবাসীর জীবনযাত্রার মান বদলে যাবে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের উপার্জনের প্রধান উৎস কৃষি। এখন কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে সরবরাহ করতে পারবেন।
আরও পড়ুনপাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন বলেন, ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী গত দেড় বছরে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন করা হলেও দ্বিতীয় মেয়াদের চার মাসে সেতুটির ৩০ শতাংশ কাজ দ্রুত গতিতে করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। আগামি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী সেতুটির শতভাগ কাজ শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী।
মন্তব্য করুন