তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আমাদের নেত্রীকে দেশ ছাড়া করেছিস : ঢাবি ছাত্রকে অপহরণকারীরা

ঢাবি প্রতিনিধি : গাজীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম আল জুবায়ের। অপহরণকারীরা তার বিকাশ, নগদ ও মানিব্যাগে থাকা অর্থ হাতিয়ে নেওয়ার পর মুক্তিপণের ৩০ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়।
ঘটনাটি ঘটে গত ২০ অক্টোবর। দুই দিন পর বুধবার (২২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ গ্রুপে এক ভিডিও বার্তায় অপহরণের বিস্তারিত বিবরণ দেন ভুক্তভোগী জুবায়ের।
তিনি জানান, ওই দিন গাজীপুর বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তি তার সঙ্গে আলাপ শুরু করেন। কিছুক্ষণ পরই তিনি অজানা এক গন্ধ পান এবং অচেতন হয়ে পড়েন। এসময় একটি মাইক্রোবাসে তাকে তুলে নেয় অপহরণকারীরা।
জুবায়ের বলেন, “মাইক্রোবাসে ওঠার পর তারা আমার হাত-পা ও চোখ বেঁধে ফেলে, এরপর চড়-থাপ্পড় ও লাথি মারে। আমার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়। বিকাশে ৯০০ টাকা, নগদে সাড়ে ৬ হাজার টাকা ছিল—সব তারা ট্রান্সফার করে নেয়। ব্যাগে থাকা আরও সাত-আট হাজার টাকা এবং এটিএম কার্ডও নিয়ে নেয়।”
তিনি আরও জানান, অপহরণকারীরা একপর্যায়ে তার ঢাবি শিক্ষার্থী পরিচয় জানতে পেরে ক্ষুব্ধ হয়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে থাকে তারা।
আরও পড়ুনজুবায়ের বলেন, “তারা আমাকে বলে, ‘তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন করে আমাদের নেত্রীকে দেশ ছাড়া করেছিস। তোদের জন্যই দেশের এই অবস্থা।’ এরপর আবার মারধর শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে আমি শেষ পর্যন্ত এটিএম কার্ডের পাসওয়ার্ড বলি।”
তার হিসাবে, ওই অ্যাকাউন্টে ছিল এক লাখ চৌদ্দ হাজার টাকা। অপহরণকারীরা তা ট্রান্সফার করার চেষ্টা করেছে বলেও জানান তিনি, যদিও সফল হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন।
জুবায়ের অভিযোগ করেন, ঘটনার দু’দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ বা সহযোগিতা পাননি তিনি।
মন্তব্য করুন