ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

এবার ১ টাকায় গরুর মাংস দেবেন ভাইরাল হওয়া সেই এমপি প্রার্থী

এবার ১ টাকায় গরুর মাংস দেবেন ভাইরাল হওয়া সেই এমপি প্রার্থী, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে পড়া ফরিদপুর-৪ আসনের সেই স্বতন্ত্র এমপি প্রার্থী এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে মাওলানা রায়হান জামিল নামের ওই প্রার্থীর গরুর মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার ফেসবুকে ভাইরাল হয়েছে।

পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় এক কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল বলেন, ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক টাকায় গরুর মাংস বিতরণ করবো। যাদের এই মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। ১০০ জন অসহায়-দরিদ্র মানুষদের তালিকা করে এরইমধ্যে টোকেন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাওলানা রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তায়াম্মুম করার নিয়ম

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো দুই যুবক, ফুটেজ ভাইরাল

স্কুইড গেমের অভিনেতার সঙ্গে শাহরুখ খান

চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপাদানসহ গ্রেফতার ১

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল