প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের সময় বাড়ানো হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১২২টি পদে প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজ রবিবার (১৯ অক্টোবর) পিএসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। বার বার চেষ্টা করেও মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ফি দিতে পারছেন না বলে তারা জানিয়েছেন। গত ৩১ আগস্ট সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল সোমবার (২০ অক্টোবর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।
বাবু ইসলাম নামে এক চাকরিপ্রার্থী জানান, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ ২০২৫-এর অনলাইন আবেদন প্রক্রিয়ায় বর্তমানে সারা দেশের আবেদনকারীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও আবেদন সম্পন্ন করা যাচ্ছে না। গভীর রাতে চেষ্টা করলে অনেক সময় আবেদন করা সম্ভব হলেও পেমেন্ট হচ্ছে না।
তিনি বলেন, ‘আমিসহ অনেকে তিন-চার দিন ধরে পেমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু টাকা কাটছে না, পেমেন্টও সম্পন্ন হচ্ছে না। আগামী ২০ অক্টোবর শেষ সময় নির্ধারিত রয়েছে, অথচ সারাদেশের কেউই ঠিকভাবে আবেদন ও পেমেন্ট সম্পন্ন করতে পারছেন না।’
আরও পড়ুনআবেদনে ভোগান্তির শিকার হচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে পোস্ট করছেন। চাকরিপ্রার্থী সাইমুম বলেন, ‘আমি মাঝরাতে টাকা পেমেন্টের জন্য মেসেজ পাঠাই। ১ ঘণ্টা পর ফিরতি মেসেজ আসে সকাল ৭টার পর চেষ্টা করুন। তখন আমি ভাবলাম এত রাতে দেওয়ার কারণে হয়তো এমন হয়েছে। পরদিন বিকেলে আবার মেসেজ পাঠাই। ৬ ঘণ্টা পর ফিরতি মেসেজ আসে সকাল ৭টার পর চেষ্টা করুন। পরে আর চেষ্টা করিনি।’
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার (মহাপরিচালকের দপ্তর) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়োগের বিষয়টি পিএসসি দেখছে। তারা এবং টেলিটক বিষয়টি নিয়ে ভালো বলতে পারবে।’ পরে ফোনে পিএসসির সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সমাধানে আইটি বিভাগকে জানানো হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
মন্তব্য করুন