আমি ফিরছি, নিজের জন্য, সিনেমার জন্য : মাহি

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি। ভোটের মাঠে ব্যস্ত সেই সময়ে তিনি বলেছিলেন, ‘আমি আর সিনেমায় ফিরব না, এখন থেকে মানুষের সেবা করব।’
গত দেড় বছরের ব্যবধানে পরিস্থিতি ঘুরে গেছে পুরোপুরি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তাদের নতুন সিনেমার। নাম ‘অন্তর্যামী’। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। মাহিয়া মাহিও তার সামাজিক মাধ্যম ফেসবুক আইডি ও নিজের অফিসিয়াল পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন-‘প্রতিজ্ঞা ভাঙতে হয়, যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না। আমি ফিরছি, নিজের জন্য, সিনেমার জন্য।’
মাহির এই ফিরে আসা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি মাহির দ্বিতীয় ইনিংসের সূচনা, কেউ আবার মনে করছেন, নির্বাচনী ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এটি। তবে সবাই একমত, মাহি যদি সত্যিই ‘অন্তর্যামী’-এর চরিত্রে নতুন রূপে হাজির হন, তবে এটি ঢালিউডে নারীকেন্দ্রিক সিনেমার জন্য বড় একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় মাহি অভিনীত ‘রাজকুমার’, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের মায়ের চরিত্রে; যা তার ক্যারিয়ারে ভিন্নধর্মী একটি অধ্যায়। এরপর ঘোষিত কয়েকটি সিনেমার কাজ শুরু না হওয়ায় মাহি কার্যত চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন। এরপর ২০২৪ সালের জুনে তিনি দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
আরও পড়ুনমাহিয়া মাহি বলেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক শান্ত, পরিপক্ব। এই সিনেমায় আমি শুধু অভিনয় করব না, নিজের ভেতরের শক্তিটাকেও খুঁজে পাব।’ জানা গেছে, এর আগে মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি ২’-এর গল্প যেখানে শেষ হয়েছিল, ‘অন্তর্যামী’ শুরু সেখান থেকেই। এটি হবে এক্সট্রিম সারভাইভাল অ্যাকশন মুভি। ‘অগ্নি’র চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং।
মন্তব্য করুন