সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলো আরও দুটি ফ্লাইট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আরও দুটি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে আরও একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।
এ নিয়ে সিলেটে তিনটি ফ্লাইট অবতরণ করেছে। তিনটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ও ইউএস বাংলার দুটি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ৩১ মিনিটের সময় রিয়াদ থেকে ৩৯৬ জন বিজি ৩৪০ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটটিতে সিলেটের ১২ জন যাত্রী ছিলেন, তারা যার যার গন্তব্যে চলে গেছেন। এছাড়া সিলেট থেকে তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুনসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, এখন পর্যন্ত তিনটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। আরও কোনো ফ্লাইট অবতরণ করতে চাইলেও সমস্যা হবে না।
তিনি বলেন, বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রীদের লাউঞ্জে আনা হয়েছে। ফ্লাইট না হলে বিমান কর্তৃপক্ষ তাদের হোটেলের ব্যবস্থা করবে।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে বিমানবন্দরে কার্যক্রম সাময়িক স্থগিত রয়েছে।
মন্তব্য করুন