ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

অনশনরত শিক্ষকদের কালো পতাকা মিছিল

অনশনরত শিক্ষকদের কালো পতাকা মিছিল

বেতন ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা কালো পতাকা মিছিল করেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করেন তারা। 
 
শিক্ষকরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। 
 
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই কালো পতাকা হাতে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন। কেউ কেউ মাথায় কালো ব্যাজ বেঁধে স্লোগান দিচ্ছেন। 
 
এ সময় তাদের ‘ভাতা নয়, ভিক্ষা নয়, ন্যায্য অধিকার চাই’, ‘বাড়ি ভাড়া বৃদ্ধি করো, ২০ শতাংশের প্রজ্ঞাপন জারি করো’সহ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। 
 
নারায়ণগঞ্জ থেকে কর্মসূচিতে আসা শিক্ষক মো. নাজমুল হক বলেন, ‘আমরা সাত দিন ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বসে আছি। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয়, এখন বাস্তব প্রজ্ঞাপন চাই। বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা না বাড়লে শিক্ষক সমাজ বাঁচবে না। পরিবার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।’ 
 
রফিকুল ইসলাম নামের আরেক শিক্ষক বলেন, ‘আমরা ক্লাসে ফিরে যেতে চাই, কিন্তু সরকারের অবহেলা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এই কালো পতাকা আমাদের ক্ষোভের প্রতীক।’ 
 
শিক্ষক-কর্মচারীরা জানান, সরকারের পক্ষ থেকে বাড়ি ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। 
 
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আজ আমরা প্রতিবাদ জানিয়েছি শিক্ষা উপদেষ্টার অবিবেচক মন্তব্যের বিরুদ্ধে। কালো পতাকা হাতে সকল শিক্ষকরা রাস্তায় নেমে এসেছেন আমরা বাড়ি ফিরবো না। আমরা আবার শহীদ মিনারে ফিরে যাব।’ 
 
এর আগে, গত রোববার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন