কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফেনসিডিলসহ ২ বোন আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ এলাকাবাসীর হাতে আটক সহোদর ২ বোন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলি পুকুরপাড় নামক স্থানে তাদের আটক করা হয়। আটককৃত দুই বোন নিলা (২০) ও রানি (১৮)। তারা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসন্তিপুর গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে।
এলাকাবাসী জানায়, আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মানিক কাজি ঘাটপাড়ের দিক থেকে অটোরিকশা করে দুই বোন ভূরুঙ্গামারী আসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, আটককৃত দুই বোনের নামে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন