ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

নাগেশ্বরীতে তিন কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

নাগেশ্বরীতে তিন কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য, ছবি: দৈনিক করতোয়া ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে তিন কলেজের কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ ও ছিলাখানা মডেল কলেজ। এখনো এমপিওভুক্ত হয়নি এ প্রতিষ্টান তিনটি। বিষয়টি নিশ্চিৎ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

পৌর এলাকায় গত ২০১৩ সালে স্থাপিত কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ থেকে  এবারে প্রথমবারের মত ০৩ জন, ২০০৩ সালে স্থাপিত সমাজ কল্যাণ মহিলা কলেজ থেকে ০১ জন ও ২০০০ সালে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলায় স্থাপিত ছিলাখানা মডেল কলেজ থেকে ০৬ জন পরীক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। ১৬ অক্টোবর এর ফলাফল প্রকাশিত হয়। দেখা যায় এতে ঐ শিক্ষা প্রতিষ্টান থেকে অংশ নেয়া শিক্ষার্থীরা কেউই পাশ করতে পারেনি। এ বিষয়ে কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক বলেন, নতুন প্রতিষ্ঠান তাই এমনটা।

ছিলাখানা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, গত বছরেও এ প্রতিষ্ঠানের রেজাল্ট ভাল ছিল। ১৩ জন পরীক্ষা দেয় ৭ জন পাশ করে। এবারে যে ০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় তারা ফরম পুরণ করতেই চায়নি। বাড়ী থেকে ডেকে এনে তাদের ফরম ফিলাপ করানো হয়েছিল।

আরও পড়ুন

সমাজকল্যাণ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। তাই এমনটা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তদন্ত করে সংশ্লিস্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে তিন কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

দিনাজপুর বীরগঞ্জের কবিরাজহাট কলেজের সব শিক্ষার্থী ফেল

চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন

সৌদি আরবের নতুন প্রকল্প : একসঙ্গে নামাজ পড়বেন ৯ লাখ মুসল্লি

বিমানবন্দরে দুয়োধ্বনির ঘটনায় ফেসবুকে যা বললেন নাঈম শেখ

প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা!