মিরপুরের আগুন সম্পূর্ণ নেভানো যায়নি, এখনও বের হচ্ছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ২১ ঘণ্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি পোশাক ও কসমিক কেমিক্যাল কারখানার আগুন। বুধবার (১৫ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া। বাতাসে ভেসে আসছে কেমিক্যালের বিষাক্ত গন্ধ। এতে পাশের একটি ভবনের অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশপাশের অফিস ও কারখানা বন্ধ রাখা হয়েছে। সকালে ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিং গ্রুপসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ছুটি দেয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। অসুস্থ ব্যক্তিদের বেশিরভাগকে নেয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুনপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন