নাটোরের লালপুরে সরকারি রাস্তার মাটি কাটায় জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে সরকারি রাস্তার মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন।
আরও পড়ুনতিনি বলেন, সকালে ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুরে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন মো. জিয়াউর রহমান। খবর পেয়ে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন