ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০৪:২৪ দুপুর

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

‎ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।

আজ ‎‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘডাঙ্গা সীমান্তের সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎আটক অন্য দুই ব্যক্তি হলেন- নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।

‎বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী-শিশুসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ফিনালিসিমার দিনক্ষণ জানালো ফিফা, অপেক্ষায় মিসি-ইয়ামালের ভক্তরা

দেশের সব হাসপাতালে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ

ওষুধ শিল্প গৌরব নাকি ভেজালের আতঙ্ক

নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না : রাজনাথ সিং

শুরু হয়েছে প্রাথমিকের ১০২১৯ শিক্ষক পদের আবেদন