ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে সিসি ক্যামেরা সচলসহ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ছাত্রশিবিরের

চাকসু নির্বাচনে সিসি ক্যামেরা সচলসহ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ছাত্রশিবিরের, ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের দিন ক্যাম্পাসের অকেজো সিসিটিভি ক্যামেরা মেরামত ও পরিবর্তনসহ বেশকিছু দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এ সংবাদ সম্মেলন করে প্যানেলটি। এ সময় সংবাদ সম্মেলনের শুরুতে ১৯৪৭ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সব শহীদদের স্মরণ করে প্যানেলটি। সংবাদ সম্মেলনে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন (রনি) বলেন, ‘চাকসু নির্বাচন খুবই কাছাকাছি এবং এর প্রক্রিয়ার সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। কমিশনের কিছু অস্পষ্টতা এবং কিছু বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘চাকসু নির্বাচনের আগে নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনের সুন্দর ও কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করবে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। কিন্তু আমরা এখনও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ লক্ষ করছি। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, কবে নাগাদ নিরাপত্তাবেষ্টনী করা হবে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, আমরা দেখেছি ডাকসুতে ছাত্রসংসদ নির্বাচনের পরপরই সিনেটে যে ছাত্রপ্রতিনিধিদের প্রেরণ করা হবে সেটির নির্বাচনি প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের পাশাপাশি সিনেট সদস্য নির্বাচনও হচ্ছে। কিন্তু আমাদের চাকসুতে কেবল কেন্দ্র ও হল সংসদেই নির্বাচন করা যাচ্ছে, সিনেটে অংশগ্রহণের কোনও প্রক্রিয়া রাখা হয়নি। আমরা জানতে চাই, প্রশাসন সিনেট নির্বাচন নিয়ে কী ভাবছে।’ইব্রাহীম হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের প্রার্থীদের কাছে পোলিং এজেন্টদের তথ্য চেয়েছিল, আমরা সেই তথ্য দিয়েছিলাম। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে জানায়নি কারা পোলিং এজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। যার ফলে কারা পোলিং এজেন্ট হিসেবে থাকতে পারবে, আমরা সেটা জানতে পারিনি। আমরা চাইবো, প্রশাসন এটি দ্রুত প্রকাশ করবে। কেননা, যারা পোলিং এজেন্ট হবে তাদের প্রস্তুতির একটি বিষয় থাকে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভির বেষ্টনীর মধ্যে নিয়ে আসা। কিন্তু দুঃখের বিষয় হলো, ক্যাম্পাসের মোট ক্যামেরার অধিকাংশই অকেজো। প্রশাসনের কাছে বলবো, অতি দ্রুততম সময়ের মধ্যে সেগুলো মেরামত কিংবা পরিবর্তন করা হোক। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা চাইবো, নির্বাচনে ভোটারদের জন্য যেন অমোছনীয় কালির ব্যবস্থা করা হয়।’

রনি বলেন, ‘আমাদের অন্যতম দাবি হলো, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা সচল রাখতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শাটলের শিডিউল বৃদ্ধিসহ বাস সার্ভিস চালু করতে হবে এবং অতিদ্রুত সময়ের মধ্যে যেন বাস রুটগুলো জানানো হয়। এটির মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাইবোনদের ভোগান্তি লাঘব হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান