ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলো সেনাবাহিনী

মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলো সেনাবাহিনী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। দেশটিতে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে গত ২৫ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। 

শনিবার রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এরপর সেনারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানায় বিক্ষোভকারীরা।এর আগে শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকে এক সভায়, সেনারা বিক্ষোভকারীদের সাথে সংগতি প্রকাশ করে। বৈঠকের পর এক ভিডিও বার্তায় তারা জানায়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো বা অন্য কোনো ধরনের পদক্ষেপ নেবেন না তারা।

বার্তায় বিমানবন্দরের দায়িত্বে থাকা সেনাদের সকল বিমান উড্ডয়ন বন্ধ করার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে অন্যান্য ক্যাম্পে থাকা সেনাদের প্রতি গুলি করার আদেশ প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

এতে আরো বলা হয়, ‘গেট বন্ধ করো এবং আমাদের নির্দেশের জন্য অপেক্ষা করো। তোমাদের ঊর্ধ্বতনদের আদেশ মান্য করো না। যারা তোমাদের সহকর্মীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়, তাদের দিকে তোমাদের অস্ত্র তাক করো। কারণ আমরা মারা গেলে তারা আমাদের পরিবারের যত্ন নেবে না।’স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কিছু সেনা ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন।

দেশটিতে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন প্রথমে বিদ্যুৎ ও পানির সংকট থেকে শুরু হলেও বর্তমানে তা বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। শনিবারের এই বিক্ষোভ গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বড় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে সেনাবাহিনীর সদস্যদের আহ্বানে ঠিক কতজন সেনা সাড়া দিয়েছেন, তা স্পষ্ট নয়। খবর আল জাজিরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান