ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আবুধাবিতে হেসেখেলে বাংলাদেশকে হারালো আফগানিস্তান

আবুধাবিতে হেসেখেলে বাংলাদেশকে হারালো আফগানিস্তান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে হৃদয়-মিরাজের ফিফটিতে আফগানদের ২২ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। বল হাতে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও সফল ছিলেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুরবাজ ও জাদরানের ব্যাটে ভালো শুরু পায় আফগানরা। ৫২ রানের মাথায় জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন স্পিনার তানভির ইসলাম। সেদিকউল্লাহ অটলকেও দ্রুতই ফেরান তানজিম। তবে আবারও রহমত শাহকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন গুরবাজ। দুজনই ফিফটি করে আউট হলে মোহাম্মদ নবি ও হাসমতউল্লাহ শহীদির ব্যাটে জয় তুলে নেয় আফগানিস্তান।

বাংলাদেশের পক্ষে ৩১ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। এছাড়া ১টি করে উইকেট পান মেহেদী মিরাজ ও তানভীর।

এর আগে, ব্যাট হাতে শুরুতেই দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে চতুর্থ ওভারে ওমরজাইয়ের বলে গুরবাজের হাতে ধরা পড়েন তামিম। ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন

ব্যর্থ হন তিনে নামা নাজমুল শান্তও। সেই ওমরজাইয়ের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ২ রান করে ফেরেন তিনি।

এরপর সেই বিপর্যয় কাটে তাওহীদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের ১০০ রানের জুটিতে। হৃদয় ৫৬ ও মিরাজ সাজঘরে ফেরেন ৬০ রানে। তাদের উইকেট হারানোর পর ফের বিপাকে পড়ে বাংলাদেশ। অন্যান্যদের মধ্যে জাকির ১০, সাকিব ১৭ ও তানভীর ইসলামের ব্যাটে আসে ১১ রান। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন রশিদ খান ও ওমরজাই।

উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa