ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল সুমন হোসেন (০৮) নামের এক শিশুর।

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর দুইটার সময় উপজেলার বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নের কুমারখালী গ্রামে বিপ্লব হোসেনের ছেলে। সে গত ০৩ অক্টোবর তার বোনের বাড়ি শৈলকুপায় বেড়াতে এসেছিল।
এলাকাবাসীর ও স্বজনরা জানায়, সুমন সকাল ১১ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তারপর ঘটনা জানা জানি হলে গ্রামবাসী তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বোনের বাড়ি পাশের পুকুর থেকে উদ্ধার করে তাকে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার কিছু যায় আসে না : বাঁধন

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুই কৃষকরে মৃত্যু

বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের মিশন

অপূর্ব পালের ‘দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি’ দাবি আহমাদুল্লাহর

শ্রীমঙ্গলে ২১ কেজির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার