ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ রাত

সিলভার জুবিলী উদযাপন উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় বিভিন্ন অফার

এমিরেটস এয়ারলাইন এবং ফ্লাইদুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সদস্যদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত স্কাইওয়ার্ডস সদস্যরা বোনাস মাইল (পয়েন্ট) অর্জন, বিভিন্ন সারপ্রাইজ এবং ২৫ মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল এর র‌্যাফেল ড্র’তে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ উপলক্ষ্যে এমিরেটস তাদের একটি উড়োজাহাজকে বিশেষ ‘২৫ বছর’ লিভেরীতে সজ্জিত করবে। বিশেষ এই উড়োজাহাজটি আগামী মাসগুলোতে বিশ্বের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।

২৫ মিলিয়ন স্কাইওয়ার্ডস মাইল প্রোগ্রামের অধীনে সদস্যরা বিশেষ র‌্যাফেল ড্র’তে অংশগ্রহণ করে ১ লক্ষ অথবা ২.৫ লক্ষ মাইল অর্জন করতে পারবেন, তবে ভাগ্যবান বিজয়ী পাবেন ১ মিলিয়ন মাইল। এজন্য স্কাইওয়ার্ডস সদস্যদের এমিরেটস, ফ্লাইদুবাই অথবা অংশগ্রহণকারী পার্টনারদের সেবা ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

সদস্যরা তাদের স্কাইওয়ার্ডস মাইল অর্জনের ক্ষেত্রে ৫০ শতাংশ বোনাস মাইল পাবেন যদি তারা এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ে বুকিং করেন। অন্যান্য পার্টনার এয়ারলাইনে বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ বোনাস পাওয়া যাবে। তবে, সংযুক্ত আরব আমিরাতে পার্টনারদের আউটলেটে শপিং, ডাইনিং এবং অবকাশ যাপনের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। এমিরেটস স্কাইওয়ার্ডস ক্রেডিট কার্ড ব্যবহার করে এমিরেটস স্কাইওয়ার্ডস হোটেলগুলোতে বুকিং করেও এই সুবিধা পাবেন সদস্যরা।

আরও পড়ুন

অক্টোবরের প্রথম দিক থেকেই দুবাই থেকে বা দুবাইয়ে ভ্রমণকারী স্কাইওয়ার্ডস সদস্যরা বিভিন্ন ইন্টারেক্টিভ কুইজে অংশগ্রহণ করে স্কাইওয়ার্ডস মাইল অর্জনের পাশাপাশি সৌজন্যমূলক এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার এবং দুবাই ডিউটি ফ্রি ভাউচার পাবেন। দুবাইয়ের টার্মিনাল ২ এবং ৩ এ ফ্রি আইসক্রিম অফারও থাকবে স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য।

স্কাইওয়ার্ডসের পুরনো সদস্যদের জন্য থাকছে বিভিন্ন সারপ্রাইজ অফার যেমন, টিআর আপগ্রেড, কেবিন আপগ্রেড ও লোভনীয় গুডি।

বর্তমানে সারাবিশ্বে এমিরেটসের সদস্য সংখ্যা প্রায় ৩৭ মিলিয়নেরও অধিক, যার মধ্যে বাংলাদেশে ১ লক্ষেরও বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত