ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যা নিহত, আহত-৫

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যা নিহত, আহত-৫, ছবি: দৈনিক করতোয়া ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-সান্তাহার মহাসড়কের আদমদীঘির অদুরে স্কুটি আটা বোঝাই মিনিট্রাক ও ইজিবাইক ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকের আরোহি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষিকা নাদিরা আক্তার মীম (২৭) তার ২ বছর বয়সের শিশুকন্যা নাজিফা আক্তার ঘটনাস্থতলেই নিহত হন । নিহত শিক্ষিকা নাদিরার  স্বামী মাও: রমজান আলী এবং ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) এর যাত্রী নাজমা বেগমসহ ৫জন আহত হয়েছে। আহত রমজান আলী আদমদীঘি হাসপাতালে ও নাজমা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১ টায় আদমদীঘি সদরের অদুরে ডালম্বা গ্রামের নিকট এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস টিম ও পুলিশ তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যান। পুলিশ আটাবোঝাই মিনি ট্রক আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার ছাতনী খাপাড়া গ্রামের মাও: রমজান আলী তার স্ত্রী ইসলামি ফাউন্ডেশনের শিক্ষিকা নাদিরা আক্তার মীম, তাদের ২ বছরের শিশুকন্য নাফিজাকে নিয়ে একটি স্কুটি যোগে আদমদীঘি থেকে সান্তাহার অভিমুখে যাচ্ছিলেন দুপুর ১ টায় তার মহাসড়কের ডালম্বা গ্রামের নিকট পৌঁছিলে বিপরীত মুখি আটা বোঝাই বগুড়া-ন-১১-১৬৫৭ নম্বর মিনিট্রাক ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) কে ধাক্কা দিয়ে ওভারটেক করতে গিয়ে স্কুটির সাথে মুখিমুখী সংর্ঘষ হয়। এতে মিনি ট্রাক টমটম ও স্কুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই স্কুটি আরোহি নাদিরা আক্তার মীম, তাদের ২ বছরের শিশুকন্য নাফিজা নিহত ও স্বামী ছাতনী গ্রামের মাও: রমজান আলী ও টমটম যাত্রী দুপচাঁচিয়া উপজেলা চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের নাজমা বেগমসহ ৫জন আহত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শর্ত পূরণে নিবন্ধন পাচ্ছে এনসিপি

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ কাছাকাছি

ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যা নিহত, আহত-৫

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০