ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের মরিচ ক্ষেতে প্রতিপক্ষের হানা

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের মরিচ ক্ষেতে প্রতিপক্ষের হানা। ছবি : দৈনিক করতোয়া

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : নিভৃত গ্রামের কৃষক সফিউল ইসলাম। অধিক লাভের আশায় মরিচ চাষ করেছিলেন। ইতোমধ্যে ফসল বিক্রিও শুরু করেছিলেন তিনি। এরইমধ্যে সেই ক্ষেতে হানা দিয়েছে প্রতিপক্ষরা। উপড়ে ফেলেছে ১৯ শতক জমির মরিচ গাছ।

এ ঘটনায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ এই কৃষককের। ক্ষতিগ্রস্ত কৃষক সফিউল ইসলামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে। তিনি গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, জামুডাঙ্গা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী খোতেজা বেগমের কাছ থেকে জমি ক্রয়ের পর থেকে ভোগদখল করে আসছিলেন সফিউল ইসলাম। সর্বশেষ সেখানে মরিচ আবাদ করেন তিনি। এরই মধ্যে একই গ্রামের মওদুদ মিয়া ও পাপুল মিয়া জমিটি নিজেদের বলে দাবি করেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চলে মামলা-মোকদ্দমা। এ অবস্থায় গত শনিবার সকালে প্রতিপক্ষ মওদুদ মিয়ারা ওই জমিতে গোপনে প্রবেশ করে ১৯ শতক জমির সব মরিচ গাছ উপড়ে ফেলেছেন বলে অভিযোগ ভুক্তভোগী সফিউলের।

আরও পড়ুন

স্থানীয় খোরশেদ আলম লিটন নামে এক ব্যক্তি বলেন, উল্লেখিত জমির মূল মালিক তার মা খোতেজা বেগম। তিনি জমিটি সফিউলের কাছে দলিলমূলে বিক্রি করেছেন। সেই জমিতে সফিউল মরিচ আবাদ করলে প্রতিপক্ষরা তা নষ্ট করে ফেলে।

এদিকে অভিযুক্ত পাপুল মিয়া বলেন, পৈতৃক সূত্রে জমিটি তাদের। যার সকল প্রমাণাদি রয়েছে। সফিউলের রোপণকৃত মরিচ ক্ষেত নিজেরাই নষ্ট করে এখন তাদের দোষারোপ করছে বলে দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার এসআই সুজন সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধে সফিউল ইসলাম আদালতে মামলা করেছে। এরই প্রেক্ষিতে আগামী ১১ নভেম্বর উভয়পক্ষকে তথ্য-প্রমাণসহ গাইবান্ধা আদালতে হাজির হওয়ার নোটিশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিঠুন মানহাস

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের জায়গা থেকে দখলদার উচ্ছেদ

যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী আলী আজমত

পাবনার সুজানগরে কীটনাশকের দোকানে সার বিক্রি করায় জরিমানা