ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

মন্দিরের পাশের পুকুর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মন্দিরের পাশের পুকুর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামে পূজার প্রসাদ আনতে গিয়ে যুগল কুমার পাঠক (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ মন্দিরের পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাতে কালী পূজার প্রসাদ আনতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল কুমার পাঠক বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কালী পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।  শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরের পাশে পুকুর পাড়ে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখতে পান পরিবারের লোকজন। পরে পুকুরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

শনিবার (২ নভেম্বর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, যুগল কুমার পাঠকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত