ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ভালুকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

ভালুকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে রফিকউল্লাহ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এসময় ১৮টি বাড়িঘর পুড়ে গেছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকউল্লাহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি ভাড়া বাসা থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকউল্লাহ নামে একজন মারা যান।

আরও পড়ুন

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে। এসময় ঘরের মালামাল বের করতে অস্থির হয়ে যান রফিকউল্লাহ। এক পর্যায়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। আগুন নিয়ন্ত্রণ করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে যাওয়ায় ওইসব বাসায় বসবাস করা লোকজন চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের জায়গা থেকে দখলদার উচ্ছেদ

যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী আলী আজমত

পাবনার সুজানগরে কীটনাশকের দোকানে সার বিক্রি করায় জরিমানা

বগুড়ার শাজাহানপুরে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতা হুরাইরা গ্রেফতার