বগুড়ার শিবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক রাকিব হাসান (২০) নিহত হয়েছেন। তিনি বগুড়া সদরের চিংগাসপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহাস্থান সড়কের মহাস্থান যাদুঘর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সাথে রাকিবের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।
আরও পড়ুনএতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন