ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৭

পঞ্চগড়ে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৭, ছবি: দৈনিক করতোয়া ।

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন খেলাধুলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় আশঙ্কাজনক হওয়ায় তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া ১২ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টায় দেবীগঞ্জ পৌরসভার মিনি স্টেডিয়ামে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে আন্তঃবিদ্যালয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়। খেলা শেষে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে পৌর শহরের পায়রা চত্বর এলাকায় দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামফলক ও ভবনের জানালার কাঁচ ভাঙচুর করে। অপরদিকে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে দেবীগঞ্জ-ডোমার মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। যদিও ঘটনার সময় তাদের অধ্যক্ষ মাঠে কিংবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। 

এ বিষয়ে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে আসছিল। এসময় তাদের ওপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। আমাদের সাতজনের মতো আহত হয়েছেন। আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মূল গেট লাগিয়ে ভেতরে ছিল। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। 

আরও পড়ুন

অন্যদিকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, আমাদের দুইজন শিক্ষকসহ ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই হামলা করেছে।  এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ