পাচারকৃত অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ড. ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিন তার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাত হয়। এছাড়াও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সঙ্গে ড. ইউনূস বৈঠক করেছেন। শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে সংস্থাটির সহায়তা চান তিনি। এ সময় আর্থিক খাতের সংস্কার ও বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি নিয়েও তাদের অবহিত করেন ড. মুহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।’ তিনি আরও বলেন, ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সেই টাকাটা ফেরানো ড. ইউনূসের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তিনি আলাপ করেছেন। বিশ্বব্যাংক এ ব্যাপারে আমাদের সাহায্য করবে আশা করছি।
প্রেস সচিব জানান, বাংলাদেশের ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা রয়েছে। যদিও ব্যবসায়ীরা এ বিষয় পেছানোর কথা বলছেন। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনায় রেখে ডব্লিউটির মহাপরিচালককে বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে, সে জন্য ডাব্লিউটিওর কার্যকর উদ্যোগ জরুরি। তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন
মন্তব্য করুন