ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শাস্তি পেল যুক্তরাষ্ট্র, আইসিসির সদস্যপদ স্থগিত

শাস্তি পেল যুক্তরাষ্ট্র, আইসিসির সদস্যপদ স্থগিত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ক্রমাগত আইসিসির নির্দেশনা অমান্য করায় শাস্তি পেল যুক্তরাষ্ট্র। তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) এক ভার্চুয়াল সভায় এই শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণের পর তা সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটিকে জানিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি) এই স্থগিতাদেশ পেলেও, আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা থাকবে না।গত এক বছর ধরে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর গভীরভাবে পর্যালোচনা করেছে এবং বিস্তৃত আলোচনা করেছে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে। ওই সময়ের ভেতর ইউএসএসি সঠিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। এ ছাড়াও গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজনে তাদের তিন মাস সময় দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র আইসিসির সেই আদেশ না মানায় তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও এই খেলার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। যদিও ক্রিকেট বোর্ডের ওপর স্থগিতাদেশ দেওয়ায় তাদের প্রশাসনিক বিষয় কে দেখভাল করবে সেটি এখনও স্পষ্ট নয়।এদিকে, আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নরমালাইজেশন কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া ও সদস্যপদ পুনর্বহালের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি এই কমিটি ইউএসএসির অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্রের সামনে। এ ছাড়া স্বাগতিক হিসেবে ২০২৮ লস অ্যাঞ্জলস অলিম্পিকে অংশ নিতেও অসুবিধা নেই।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : গোলাম পরওয়ার

বিশ্বনেতাদের প্রতিবাদের মুখেও গাজায় আরও ৮৫ জনকে হত্যা

ইসরায়েলে ভয়াবহ হামলায় আহত ২২