ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কার

পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কার

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রেখেছে পাকিস্তান। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান।

ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে তাদের সংগ্রহ ১৩৩ পর্যন্ত যায় মূলত কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভর করে। তিনি একপ্রান্ত আগলে ৪৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক চারিথ আসালঙ্কা ২ চার ও ১ ছক্কায় খেলেন ২০ রানের ইনিংস। এছাড়া চামিকা করুণারত্নে ২ চারে অপরাজিত ১৭, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও কুসল পেরেরা খেলেন ১৫ রানের ইনিংস।

বল হাতে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৮ রানে ৩টি উইকেট নেন। হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রানে ২টি ও হারিস রউফ ৪ ওভারে ৩৭ রানে নেন আরও ২টি উইকেট। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১টি উইকেট শিকার করে বল হাতে দুর্দান্ত অবদান রাখেন আবরার আহমেদ।

আরও পড়ুন

 

প্রথম ম্যাচে উভয় দল হার মানায় সুপার ফোরের এই ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জয় পাবে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রাখবে। আর যারা হার মানবে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ