ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আগামী কয়েক দিন দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আগামী কয়েক দিন দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। সেইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমেডি গল্পে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীতে ৮০টি ইলিশ বিক্রি হলো দুই লাখ ১৩ হাজার টাকায়

ইরানে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ব্যালন ডি’অর জয়ে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স

ফের নির্বাচিত করে খালেদা জিয়াকে আনব: এ্যানি