ভিডিও রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাবিতে প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর অবরুদ্ধ, জরুরি বৈঠকে ভিসি

রাবিতে প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর অবরুদ্ধ, জরুরি বৈঠকে ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে ৫ ঘণ্টা ধরে জুবেরী ভবনে উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক মাঈন উদ্দীনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে তাদের অবরুদ্ধ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯টা) জুবেরী ভবনে উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ কয়েকজন শিক্ষক অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব তার নিজ বাসভবনে শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।  

এর আগে দুপুরে উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দিলে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরি ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসের। এ সময় জুবেরী ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে চারপাশ থেকে আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাতাহাতির একপর্যায়ে উপ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এরই মধ্যে সেখানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদারসহ কয়েকজন শিক্ষক উপস্থিত হন। তাদেরকেও অবরুদ্ধ করা হয়।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর

রাবিতে প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর অবরুদ্ধ, জরুরি বৈঠকে ভিসি

প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল

বাংলাদেশকে ১৬৯ রানের বিশাল লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে: তারেক রহমান