রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাদের দুইজনকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি রেলগেট এলাকায় স্থানীয় ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়।
পরে বেলা ৩ টায় তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো শ্রী রতন কুমার(২৮) ও পঙ্কজ কুমার(৩৫)। তারা দুইজনেই লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বাসিন্দা। কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস.আই ব্রজ গোপাল কর্মকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন