ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মেসির নৈপুণ্যে জয়ে ফিরেছে মায়ামি

মেসির নৈপুণ্যে জয়ে ফিরেছে মায়ামি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে মেসির নৈপুণ্যে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। তারা সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে। লিগস কাপের ফাইনালে এই সিয়াটলের কাছেই হার দেখেছিল মায়ামি। এবার তার প্রতিশোধ নিয়েছে মায়ামি। যার পেছনের কারিগর ছিলেন লিওনেল মেসি। একটি গোলের সঙ্গে আরেকটি বানিয়েও দেন তিনি। শুরুতে ১২ মিনিটে জর্ডি আলবার শুরুর গোলে পাস দেন আর্জেন্টাইন তারকা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার কাছে চলে গিয়েছিলেন মেসি। দুর্ভাগ্য শট গিয়ে আঘাত করে পোস্টে। ৪১ মিনিটে অবশ্য মেসিকে প্রতিদান ফিরিয়ে দেন আলবা। মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটিতে অ্যাসিস্ট করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সিয়াটলকে ম্যাচ থেকে আরও ছিটকে দেন ইয়ান ফ্রে। রদ্রিগো দে পলের কর্নার থেকে হেড করে স্কোর করেন ৩-০। ৬৯ মিনিটে ওবেড ভারগাসের করা গোল থেকে স্কোর লাইন ৩-১ করে সিয়াটল। 

৭৬ মিনিটে মেসির সুযোগ ছিল জোড়া গোল পাওয়ার। কিন্তু তাকে রুখে দেন সিয়াটল গোলকিপার স্টেফান ফ্রেই।  শনিবার শার্লটের কাছে হারের ইস্টার্ন কনফারেন্সে আটে নেমে গিয়েছিল মায়ামি। এই জয়ে ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে তারা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চকরিয়ায় ব্রিজের নিচে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ

গোলমরিচের উপকারিতা

রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

সিরাজগঞ্জে ভারি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ