সিপিএলে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের পরও অ্যান্টিগার বিদায়

স্পোর্টস ডেস্ক: নিজে আলো ছড়িয়েছেন অথচ দলের বিদায়, এমন দিন সাকিব আল হাসান তো বটেই, কোনো ক্রিকেটারই চাইবেন না। তবে এমন দিনই দেখতে হলো সাকিবকে। তার ঝড়ো ইনিংসের দিনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর থেকে বিদায় নিয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরে গেছে তারা।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সাকিব।।তার ৪৬২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অন্তত ২০ রান করা ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই।।ব্যাটিংয়ে ছোট্ট তোলার পর বল হাতে দিনটি কাটেনি সাকিবের। ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।
গায়ানায় বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা আন্দ্রিয়াস গাউসের (৬১) ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে। জবাবে নেমে নিকোলাস পুরান (৯০) ও আলেক্স হেলসের ফিফটিতে (৫৪) ভর করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো।
আরও পড়ুনসংক্ষিপ্ত স্কোর:
অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস: ২০ ওভারে ১৬৬/৮ (গাউস ৬১, আমির ৫৫; সৌরভ ৩/২৩, উসমান ২/১৯)
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৭.৩ ওভারে ১৬৮/১ (পুরান ৯০*, হেলস ৫৪*; রাকিম ১/৫০, সাকিব ০/২৪)
ফল: ত্রিনবাগো নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নিকোলাস পুরান।
মন্তব্য করুন