ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ দোকানপাট উচ্ছেদ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ দোকানপাট উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে রাস্তার উপর গড়ে ওঠা প্রায় ৪০টি অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প-২৬ এর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ (যুগ্মসচিব) আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. হাসান হাফিজুর রহমান।

ক্যাম্প-ইন-চার্জ আব্দুল হান্নান বলেন, ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় উঠে আসে যে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান পরিচালনার সময় রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে। সভায় এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এপিবিএনের সহায়তায় আমরা ক্যাম্পের বিভিন্ন ব্লকে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, এই অভিযানে রাস্তার উপর গড়ে ওঠা ৪০টি অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পে অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল এবং রেশনপণ্যের অবৈধ কেনাবেচা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ক্যাম্পের কাঁটাতারের বেড়া মেরামতের কাজও চলবে।

আরও পড়ুন

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ক্যাম্পে উচ্ছেদ অভিযানে আমরা (ক্যাম্প-ইন-চার্জ) সিআইসিকে সহযোগিতা করেছি। পাশাপাশি ক্যাম্পে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার