সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে এই শিশুটি কার?

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত ৪/৫ দিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে ঘুরতে দেখা যাচ্ছে নুর মোহাম্মদ নামে এক শিশুকে। লাল রঙের একটি পাজামা পড়া ৭/৮ বছর বয়সী ছেলেটি হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে। তবে নিজের নাম ছাড়া আর কারও নাম বলতে পারছে না সে। এমনকি বাড়ি কোথায় বা কোথা থেকে কিভাবে সে এখানে এসেছে তাও জানেনা।
জানা যায়, স্টেশনের পার্শ্ববর্তী নুরুল ইসলাম নামে এক ব্যক্তি কয়েকদিন ধরে ছেলেটির খাবারের ব্যবস্থা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি দিয়ে তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টাও করছেন তিনি।
আরও পড়ুনলাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজওয়ান হাসান জানান, ছেলেটি সারাদিন স্টেশনের প্লার্টফর্ম ও স্টেশন সংলগ্ন দোকানে ঘোরাফেরা করে। কখনো স্টেশন মাস্টারের কক্ষে এসে বসে থাকে। কিন্তু নিজের নাম ছাড়া আর কিছুই সে বলতে পারে না। ছেলেটির স্বজনদের খুঁজে বের করতে তিনিও চেষ্টা করছেন বলে জানান।
যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটিকে শনাক্ত করতে পারেন তাহলে মোবাইল ০১৭১৫৬৫১২৩৬ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আশ্রয়দাতা লাহিড়ী মোহনপুর মিল্কভিটায় কর্মরত নুরুল ইসলাম।
মন্তব্য করুন