নওগাঁয় মাদ্রাসার শয়ন কক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে আব্দুর রহিম(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ(১০) নামের অপর এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। নিহত শিশু আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে ও আহত মাহমুদুল্লাহ একই এলাকার গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে উপজেলার বালাশহীদ হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এই দুই শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদ্রাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে বিষধর সাপ কামড় দিলে তারা অসুস্থ্য হয়ে পড়ে। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায়। অবস্থার অবনতি দেখে মাহমুদুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন
মন্তব্য করুন