ডাকসু নির্বাচন : ভোট দিতে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা থেকেই ক্যাম্পাসের বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা আসতে শুরু করেন। বিশেষ করে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। অনেকেই বলছেন, দীর্ঘ সময় পর এমন নির্বাচনে অংশ নিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।
একজন শিক্ষার্থী ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বলেন, “আমরা চাই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। তাই সকাল সকাল ভোট দিতে এসেছি।”* আরেকজন প্রথম বর্ষের শিক্ষার্থী জানান, “এই ভোট আমাদের ভবিষ্যতের প্রতিনিধি নির্ধারণ করবে। তাই দায়িত্ববোধ থেকেই আমি ভোট দিতে এসেছি।”
আরও পড়ুনএদিকে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সতর্ক অবস্থানে রয়েছে।
ভোট শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা মনে করছেন, বহু প্রতীক্ষিত এই নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।
মন্তব্য করুন