আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এ অভিযোগ তুলেছেন।
তার অভিযোগ অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল তাদের হেল্প ডেস্ক বসিয়েছে এবং লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছে, যা স্পষ্টতই নির্বাচন আচরণবিধি পরিপন্থী।
এ বিষয়ে আবু সাদিক কায়েম বলেন, “আমরা অনুরোধ করব, যে আচরণবিধি রয়েছে তা যেন যথাযথভাবে মানা হয়। এ ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।”
আরও পড়ুনতিনি আরও বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুস্থ নির্বাচন গড়ে তুলতে এবং সারাদেশকে একটি ইতিবাচক বার্তা দিতে। তাই আমরা সকল প্রার্থীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।”
এসময় তিনি নির্বাচন কমিশনের প্রতি কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, *“যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
মন্তব্য করুন