দিনাজপুরের ফুলবাড়ীতে দুই বাড়িতে চুরি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে দেড় ভরি স্বর্ণ, মোটরসাইকেলসহ জমির দলিল চুরির খবর পাওয়া গেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের মৃত মদন গোপাল সরকারের ছেলে শান্ত গোপাল সরকার প্রতিদিনের মত গত শনিবার রাতে ঘুমিয়ে পড়েন। গতকাল রোববার সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাড়িঘর এলোমেলো দেখতে পান। এসময় বাড়ির গেটের তালা ভেঙে ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল হারানোর বিষয়ে নিশ্চিত হন।
একই সাথে পার্শ্ববর্তী মোকছেদুল ইসলামের বাড়ির গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র তছনছ করে রেখে যায় চোরচক্র। মোকছেদুল ইসলামের পরিবার আত্মীয়ের বাড়িতে থাকায় তাদের গহনা বাসায় ছিল না। তবে চোরচক্র তার জমির দলিল নিয়ে গেছে বলে জানান তারা।
আরও পড়ুনভুক্তভোগী শান্ত গোপাল সরকার জানান, অভিনব কায়দায় আমাদের খাবারে হয়তো চেতনানাশক জাতীয় কিছু মেশানো হয়েছিলো। আমরা সবাই ঘুমে বিভোর ছিলাম। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম খন্দকার মুহিব্বুল বলেন, চুরির অভিযোগ পেয়েছি।
মন্তব্য করুন