ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু। প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র্র গরমের মধ্যে ধানের জমিতে কীটনাশক ছিটানোর সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজ জমি থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

মৃতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় রোদ ও তীব্র গরমের মধ্যে নিজের ধানক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য যান আমার বড় ভাই। সন্ধ্যা হওয়ায় পরও বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন মিলে তাকে খুঁজতে থাকি। খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ধান ক্ষেতের জমির মধ্যে পড়ে থাকতে দেখি। সেসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রচন্ড গরমে দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা এর যেকোন সময়ের মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানীতে সহযোগিতা করছে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ১

কুড়িগ্রামে গাছ থেকে অজগর সাপ উদ্ধার

কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিলো মরদেহ