বগুড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদকের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি বন্যা বেগম নামে এক নারী গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল গত বুধবার বিকেলে শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতাকৃত বন্যা বেগম বগুড়া শহরের মালগ্রাম এলাকার মিরাজ মিয়ার স্ত্রী ও একই এলাকার মোঃ সাজু কসাই এর মেয়ে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, বগুড়া শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় মাদকের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোছাঃ বন্যা বেগম (৩১) অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল নামাজগড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে বন্যা বেগমকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়াতে আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্নস্থানে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।
আরও পড়ুনগ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন