ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

  বগুড়া শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মীদের সঞ্চয়ী চেক বিতরণ

  বগুড়া শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মীদের সঞ্চয়ী চেক বিতরণ, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির ৩ বছরের মেয়াদ শেষ হওয়ায় সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জন কর্মীর প্রত্যেককে ১ লাখ ৮০ হাজার টাকা করে মোট ৭৫ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক হাতে পেয়ে অনেক কর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এই অর্থ আমাদের জীবনে বড় সহায়তা হবে। আমরা ভবিষ্যতেও এমন কর্মসূচীতে যুক্ত হয়ে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৗশলী আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও সীমান্তে ১২ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

তিন দফা দাবিতে শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

তারাগঞ্জে স্বর্ণের দোকানে চুরি