তারাগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে স্বর্ণের দোকানের ছাদ কেটে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে নতুন চৌপথী সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন রাধামাধব জুয়েলার্সের দোকানের ছাদ কেটে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর চক্র।
রাধামাধব জুয়েলার্সের মালিক উত্তম সরকার বলেন, প্রতিদিনের মত তিনি গতকাল বুধবার রাত প্রায় ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গতকাল বৃহস্পতিবার সকালে তালা খুলে দোকানের ভিতরে গিয়ে দেখতে পান তার দোকান এলোমেলো হয়ে আছে।
আরও পড়ুনপরে তিনি দেখেন তার দোকানের ছাদ কেটে চোরেরা প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। প্রায় দুই বছর আগেও ওই স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। তারাগঞ্জ থানার ওসি এম.এ ফারুক জানান, স্বর্ণের দোকানে চুরি ঘটনা শুনে অফিসারকে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন